নদ নদীর বণর্নাঃ
রৌমারীইউনিয়নেরজিঞ্জিরামনদীএকটিঐতিহ্যবাহীনদীরনাম।এটি রৌমারী ইউনিয়নের উত্তর পাশে মোল্লারচর গ্রাম থেকে এই ইউনিয়নে প্রবেশ করে। পরে মোল্লার চর গ্রাম থেকে দক্ষিণ দিকে সুতির পাড়, খাটিয়ামারী, রতনপুর, বোল্লাপাড়া, নতুন বন্দর, চর নতুন বন্দর, ভুন্দুরচর, ইজলামারী, বাওয়াইরগ্রাম হয়ে যাদুরচর ইউনিয়নে গিয়ে পতিত হয়।এই নদীর আশপাশের মানুষ নদীতে মাছ ধরে নিজেদের যেমন চাহিদা মেটায় তেমনি অনেকে বাজারে বিক্রি করে জীবিকাও নিবার্হ করে। জিঞ্জিরাম নদীর পানি দিয়ে জমি সেচ দিয়ে কৃষির অনেক উন্নয়ন সাধিত হচ্ছে।জিঞ্জিরাম নদী ছাড়াও সোনাভরী, দন্নি নদী উল্লেখযোগ্য। এছাড়া রৌমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য খাল বিল রয়েছে। তাদের মধ্যে মাদারটিলা গ্রামের দেওকুড়া, খাটিয়ামারী গ্রামের খাল, নটান পাড়া গ্রামের আমবাড়ী বিল, নটান পাড়া ও ইছাকুড়ি গ্রামের মিনের ডোবা, মন্ডল পাড়া গ্রামের খাল, রৌমারী গ্রামের জহনি কুড়া, চুলিয়ার চর গ্রামের খাল, গোয়ালগ্রামের বিল উল্লেখযোগ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস